শামসুদ্দিন হাফিজ নাকি শিরাজের এক সুন্দরী হৃদয় দিলে, তিনি তারে সমরখন্দ ও বোখারা দিয়া দিবেন লেখছিলেন। প্রেমের গভীরতা বুঝাইতে লেখছেন তা বুঝলাম, কাব্যের গভীরতা এই সেই, বাট, যেই জিনিশ তিনি দিতে চাইলেন ওইগুলা তার ছিল কি? যে জিনিশ নিজের না, তা দিয়ে দেয়ায় কোন ত্যাগ নাই, ফলে এইখানে গভীরতা বুঝায় না, যে ত্যাগের গভীরতা তিনি আনতে চাইছেন। এর চাইতে বরং ভ্যান গগ প্রেমের জন্য কান কেটে দিছিলেন বলে যে কথিত গল্প আছে, ওইটা প্রেমের দিক থেকে বেশি গভীর। কারণ কানটা তারই ছিল।

মুরাদুল ইসলাম