একবার বিরাট স্কলার ফখরুদ্দিন রাজী যাইতেছেন রাস্তা দিয়া। তার পিছে পিছে মানুষের ভীড়।

এক বুড়া মহিলা ছিলেন রাস্তার পাশে। তিনি দেখলেন ব্যাপারটা। তার পাশের প্রতিবেশীরে জিগাইলেন, উনি কে? তার পিছে এত লোক কেন?

প্রতিবেশী অবাক হইয়া বললেন, আপনে জানেন না উনি কে! উনি বিখ্যাত ফখরুদ্দিন রাজী! সংশয়বাদীদের সংশয় দূর করে দেন। জানেন, উনি এতো জ্ঞানী যে, আল্লাহ’র অস্তিত্বের পক্ষে সত্তইরটা প্রমাণ দিতে পারবেন!

বৃদ্ধ মহিলা হাই তুলে জোরেই বললেন, হায়! তার ভেতরে আল্লাহর অস্তিত্ব নিয়া সত্তইরটা সন্দেহ না থাকলে সত্তইরটা প্রমাণের কি কোন দরকার ছিল!

ফখরুদ্দিন রাজী এই কথা শুনে দাঁড়াইয়া গেলেন।

তিনি সবাইরে বললেন, উপস্থিত মান্যবরেরা, সকলেরই আল্লাহর প্রতি বিশ্বাস এই বৃদ্ধ মহিলার মত হতে হবে।

মুরাদুল ইসলাম