জাত কারে কয়?

ফকির লালন এই প্রশ্ন করে গেছিলেন। তার হয়ে অন্যেরা এখন করে থাকেন।

লালনের এই প্রশ্ন অবশ্য উত্তর জানার জন্য বেশি না, বরং তিনি জাতের যুক্তিহীনতা দেখাইতে চেষ্টা করছেন। তাই গানে পরবর্তীতে উদাহরণ দিয়া গেছেন, ক্যামনে জাত আসলে যায় না, সব সমান ইত্যাদি।

কিন্তু আক্ষরিক ভাবে প্রশ্নটা নিলে, উত্তরটা জানা দরকার। জাত কারে কয়?

প্রশ্নটা সেই করতেছে, যার নিজেরই জাত নাই। জাত থেকে যে বহিষ্কৃত, বা সমাজের হিশাবে কমজাত।

কেন বেশজাত, বা সমাজের উচ্চ জাতেরা প্রশ্ন করে না, জাত কারে কয়?

প্রশ্নটা আসবে, কমজাত, তথাকথিত অবশ্যই, এই কমজাত থেকে। তারা যেহেতু ভোক্তভোগী।

এই কমজাত থেকে প্রশ্নটা আসার মধ্যেই উত্তরটা আছে, জাত হচ্ছে ক্ষমতার সেই জিনিশ, যা বিদ্যমান রেখে, সমাজের ক্ষমতাবান ও সম্পদশালীরা আলাদা সুবিধা নিয়ে থাকেন।

এটা কেবল আগেকার সমাজের বিষয় না, ধর্মীয়ও না। সামাজিক স্ট্যাটাস সিম্বল ও সিগনাল, এখনকার সমাজেও নানারূপে আছে। এইটারেই জাত বলে লালন। বামন চণ্ডাল এক জলে শুচি করলেই যে তারা সমান হয়ে যায়, এমন না। তারা হবে না। আপনে যুক্তি দিলেও হবে না। অংক কইরা প্রুভড লিখে দিলেও মানবে না। মানলে যেহেতু তার সুবিধা নাশ হবে।

মুরাদুল ইসলাম