কেউ যদি বলে কলার খোসা রাস্তা থেকে তুইলা ফেলা আপনার সামাজিক কর্তব্য, এখানে এটা সামাজিক কর্তব্য না। ওই ব্যক্তিরই কথা, এবং এইরকম আরও অনেক ব্যক্তির, তারা সামাজিক একটা সম্মতিতে এটা ঠিক করছেন যে, কলার খোসা রাস্তা থেকে তুলে ফেলা উচিত। একইরকম আরো অনেক কাজ সামাজিক কর্তব্য হিসেবে পরিচিত হয়।

কাল্পনিক সমাজ ঈশ্বরের মত কোন ধারণা না, বা রাষ্ট্রের মত আইনি ব্যবস্থাও না, যার নির্দিষ্ট রীতি নিয়ম আইন থাকবে।

এখন, আরেক লোক আইসা যদি বলে, কলার খোসা রাস্তা থেকে তুইলো না, এমন কোন সামাজিক কর্তব্য নাই।

এই দ্বিতীয় লোকও সমাজে তার ইফ্লুয়েন্স তৈরি করতে চাইতেছে, তথা সমাজ দখল।

ব্যক্তি আপনার উচিত, যেই কর্তব্য সামনে আসছে সমাজের নামে বা অন্য নামে, তা করবেন কী না, সেই সিদ্ধান্ত নেয়া। কোনটাই করার বাধ্য বাধকতা নাই।

মুরাদুল ইসলাম