সমাজে যেসব কর্তব্য বা করতে হবে কাজ আপনার উপর অন্য মানুষেরা চাপায় সামাজিক কর্তব্য নাম দিয়া, এগুলার ব্যাপারে সাবধান ও সচেতন থাকাই ব্যক্তি হিসেবে আপনার হইয়া উঠা ও স্বাধীনতার পূর্ব শর্ত।

অনেক সময় এগুলার নাম দেয় সামাজিকতা। সামাজিকতার জন্য কিছু জিনিশ “করতে হবে”, এই চাপানো কর্তব্যের ভার বহন করতে গিয়া আপনে তাদের দাস হন, অভিনয় করেন, কারণ না করলে তারা আবার আপনারে গিল্ট ফীল দিবে। ফেইক অভিনয়ে জীবন অতিবাহিত করায় দিন শেষে ফেইক এবং অসুখী জিন্দেগী যাপন করতে হয় আপনার। কোন মানুষের সাথে মিনিংফুল সম্পর্ক হয় না।

মুরাদুল ইসলাম