এইরকম একটা গল্প দেখছিলাম। মনে হয় ভাইরাল হইছিল তখন।

এক ছিল অভাবী ফ্যামিলি। আরেকটা ধনী। ধনী ফ্যামিলির মা, অভাবী ফ্যামিলিতে মাঝে মাঝে নুন ধার নিতে যাইতেন বা ছেলেরে পাঠাইতেন। পোলা একবার জিজ্ঞেস করল, আম্মা, আমাদের তো নুন থাকে, তাইলে কেন ওই ঘর থেকে ধার নিতে পাঠান?

মা বলেন, ওরা অভাবে থাকে। প্রায়ই আমাদের কাছে ধার চায়। তারা ধার চাইতে যাতে সংকোচ না পায়, এইজন্য আমিও মাঝে মাঝে নুন ধার নাই।

গল্পটা এক মহান শিক্ষা দেয় মানুষ মনে করেন। এইজন্যই হয়ত শেয়ার করছিলেন।

আজ হঠাৎ গল্পটা মনে পড়াতে খেয়াল হইল এটা ছোটলোকি টাইপের গল্প। ধনী ফ্যামিলির মা পোলারে ব্যাখ্যাটা দিলেন নিজেদের মহান করতে৷ পোলা কুশিক্ষা পাইলো।

তিনি আসলেই মহানতা করতে চাইল ছেলেরে বলতেন, দরকার তাই ধার নেই।

বা দরকার আছে এমন ছোট জিনিশ ধার নিতেন।

অদরকারী জিনিশ ধারের ছল বা অভিনয় করতেন না। তিনি পোলারে এই অসততা শিখাইলেন। আরো খারাপ জিনিশ, ভালো কাজ হিসাবে শিখাইলেন।

মুরাদুল ইসলাম