কথিত আছে, প্রাচীন আসিরিয়ান গণকেরা একবার জানাল সূর্যগ্রহণের সময় তাদের রাজা মারা যাবেন। রাজার আশেপাশে সর্বদা বেশী বুদ্ধির লোকেরা থাকেন। প্রাচীন আসিরিয়াতেও ছিলেন।

তারা এক মালিরে ধরে এনে রাজা বানালেন সূর্যগ্রহণের আগে। যাতে রাজার প্রতি যে মৃত্যু আসার কথা তা এই ভুয়া রাজার উপর দিয়ে যায় আর আসল রাজা বেঁচে যান।

এইসময়ে রাজ দায়িত্ব থেকে সরে আরামে পরিজ খাইতে গিয়ে আসল রাজা সত্যি সত্যি মরে যান।

আর যারে ভুয়া রাজা বানানি হইছিল তিনি আরো চব্বিশ বছর রাজত্ব করেন।

মুরাদুল ইসলাম