এইটা একটা ভাইরাল ছবি। এই ছবি দিয়ে বলা…

এইটা একটা ভাইরাল ছবি। এই ছবি দিয়ে বলা হয়, নৌকা দুটিকে বের হতে হলে কারো সাহায্য নিতে হবে বা বর্ষার অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, কিন্তু বর্ষা নিশ্চিত। কারণ বর্ষা আনা আল্লাহর কাজ। অতএব, বিপদে কেউ সাহায্যে না এলে আল্লাহর উপর ভরসা করুন।

এই মেসেজটার সমস্যা আছে।

১। আল্লাহর সাহায্য কেবল বর্ষায় হবে এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। কয়েকজন ব্যক্তি যাচ্ছে, আল্লাহর সাহায্য তাঁদের মাধ্যমেও হতে পারে।

২। আর্টিফিশিয়ালি বৃষ্টি আনাও সম্ভব, যদিও তা অনেক ঝামেলার কাজ।

৩। কেবল আল্লাহর ভরসায় বসে থাকলে, সাহায্য না পেলে, পরে নৌকা দুটি যদি আল্লাহরে গিয়া জিগায়, এত ডাকলাম আপনি কই ছিলেন, আল্লাহ তখন বলবেন, কেন আমি তো কত লোকরে সাহায্যে পাঠাইলাম, কিন্তু তুমি কাউরে দেখলাই না।

ভরসা, ধৈর্য ভালো জিনিশ। কিন্তু কাজ করাটা মূল। আরব প্রবাদে আছে, আল্লার উপর ভরসা রাখো, কিন্তু উটও বাইন্ধা রাইখো।

মানুষ দিন শেষে মানুষের জন্য। মানুষই মানুষের সাহায্যে এগিয়ে আসে। ক্রুয়েল হিংসুক ইত্যাদি মানুষ যেমন পাবেন, তেমনি দেখবেন, বেশীরভাগ মানুষ আসলে ভালো।

নৌকা দুটির উচিত হবে মানুষের কাছে সাহায্য চাইতে থাকা। না হলে দেরীতে আসা বর্ষায় উপকার হবে না। ততদিনে ক্ষতি হবে গাত্রের। আর বৃষ্টিতে পানি জমবে ভেতরে, নৌকা ভাসবে না।

বের হতে হলে মানুষের কাছে সাহায্য চাওয়া ছাড়া উপায় নাই, এর সাথে আল্লাহর উপর ভরসাও থাক, মনোবল ঠিক থাকবে, কিন্তু ভরসাটা বৃষ্টি আসবে তার না হয়ে বরং, মানুষের সাহায্য আসবে, এই নিয়তেই থাকলে ভালো।

মুরাদুল ইসলাম