আজকে এক হার্ভার্ডের রিসার্চের ব্যাপারে পড়লাম তারা প্রায়…

আজকে এক হার্ভার্ডের রিসার্চের ব্যাপারে পড়লাম, তারা প্রায় ৭০ মিলিয়ন ফেসবুক ইউজাররে এনালাইজ করছেন, ফাইন্ডিংস, ধনীদের সাথে বাচ্চারা মিশলে বড় হইয়া তাদের বেশি মানি মেইক করার পসিবিলিটি ২০% বাড়ে। অন্যদের চাইতে তারা ২০% বেশি আর্ন করতে পারে বড় হইয়া, এই পসিবিলিটি।

তবে রিসার্চাররা এটাও পাইছেন ধনীর বাচ্চারা আসলে লো ইনকামের বাচ্চাদের সাথে মিশে না।

মানুষ সাধারণত একই ধরণের মানুষের সাথে মিশে। ধনীরা মিশে ধনীর সাথে, লো ইনকামেরা ধনীদের সাথে মিশতে স্বাছন্দ্য বোধ করে না।

বাচ্চাদের ধনীদের বাচ্চাদের সাথে মিশাইয়া এইসব সমাজ বিষয়ক গূঢ় ও গভীর জ্ঞান প্র্যাক্টিক্যালি আহরণ করতে দেয়া যায়, স্কুল তো বাস্তব জীবনের প্রস্তুতির জন্যই।

গরীবদের সাথে মিশতে না দেয়া ভালো। যদি সম্ভব হয়, গরীব ভিক্ষুক ইত্যাদি মানুষজন যে আছেন, এসব বাচ্চাদের বুঝতে না দিতে পারলে খুব ভালো। পরে যখন আবিষ্কার করবে বড় হইয়া, সিদ্ধার্থ গৌতমের মত শক খাইয়া সাধু হইয়া যাইতে পারে। অন্যথায় দেখতে দেখতে অন্য সবার মত অভ্যস্থ হয়ে যাবে।

মুরাদুল ইসলাম