ফ্রেঞ্চ আর্টিস্ট আলেহান্দ্রো জদরস্কি বলিয়াছেন যে পাখি খাঁচায়…

ফ্রেঞ্চ আর্টিস্ট আলেহান্দ্রো জদরস্কি বলিয়াছেন, যে পাখি খাঁচায় জন্মায় সে উড়ারে মনে করে অসুস্থতা।

আমি কই, না আলেহান্দ্রো, খাঁচায় জন্মানো পাখি উড়ারে অসুস্থতা মনে করে কেবল এইটাই না, সে নিজেরেই মনে করে খাঁচা।

উড়ারে অসুস্থতা মনে করা তার নিজের জন্য সমস্যার। কিন্তু যখন সে নিজেরেই খাঁচা মনে করে, তখন অন্য সবার উড়ারেও আটকাইতে চায়, খাঁচা যেমন আটকাইয়া রাখে, তখন তা আরও বড় বিষয়। খাঁচায় থাকতে থাকতে সে ধারণ করে খাঁচার বাস্তবতা।

দুনিয়ারে সে খাঁচায় ভরতে চায়। কারো স্বাধীনতা তার সহ্য হয় না। স্বাধীনতা দেখলে সে ভাবে দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এইটা কোন দুনিয়া? তার খাঁচার মানসিক দুনিয়া।

মুরাদুল ইসলাম