জায়েদ খান অবলীলায় বলে যাইতে পারেন তিনি ২৬ লাখ টাকা দামের ঘড়ি পরেন। এবং আরো দামী দামী কীসব পরেন। কিন্তু তারেই আবার বার বার বলতে হয়, তিনি কোনদিন মদ খান নাই।

এইটা আমাদের সমাজের এক বাজে অবস্থারে দেখায়।

গরীবের দেশে ২৬ লাখের ঘড়ি পরা, সেইটা নিয়া বলার ভেতরে কোন অশ্লীলতা নাই, কিন্তু মদ খাইলে ওইটা খারাপ!

বাংলাদেশ যদি নৈতিক দেশ হইত, করাপশন থাকত না সমাজে ও সমাজের লোকেদের চিন্তায়, তাইলে জায়েদ খানের মত লোকেরা ২৬ লাখের ঘড়ি পরে বলতে পারতো না, এখন যেমন মদ খায় না বার বার বলে, ওইরকম বলতো ঘড়ির দাম কম, বা প্রসঙ্গই আনত না।

সমাজে কী আপনে টলারেট করেন, কীসের বীরোধীতা করেন, তার উপর নির্ভর করে সমাজের চরিত্র শেইপ নেয়।

মুরাদুল ইসলাম