অনেক মানুষ আছে, তার প্রিয় এক বা একাধিক কাজ শুরু করতে চায়, কিন্তু করে না ব্যস্ততার জন্য।

ভাবে যে তার ব্যস্ততা চলে গেলে সে ওই কাজটা করবে।

কিন্তু তার ব্যস্ততা আর যায় না।

এইসব ক্ষেত্রে, সে আসলে ওই কাজ করতে চায় না। সে চায় এইটা ভাবতে যে, তার ব্যস্ততা না থাকলে সে এই এই কাজগুলা করে ফেলতো। এই সম্ভাবনাগুলার চিন্তায় সে এডিক্টেড হয়ে যায়।

তার এই সম্ভাবনার কল্পণায় কাজগুলা নিখুঁত। অসাধারণ। কিন্তু সে এটা জানে বাস্তবে শুরু করলে এমন হবে না।

ফলে, এই বাস্তবতারে সে ফেইস করতে চায় না।

বরং প্রিয় জিনিশ নিয়া কল্পনাতেই আনন্দ পায়।

মুরাদুল ইসলাম