যখন আপনি কনভিন্সড যে আপনি রাইট তখন ওই কনভার্সেশনে ইস্তফা দেন।

এরপরে যদি তর্ক করে কাউরে মানাইতে চান, সেটা হয় পাওয়ার গেইম, আপনে চাইতেছেন সে আপনার কাছে নত হোক।

কিন্তু এর তো কোন দরকার নাই।

সে নত হইলে আপনে যেহেতু কিছু পাইতেছেনও না।

আর যদি জানেন আপনে রাইট সে ভুল, তাইলে তার ভুল মতামত নিয়া সে থাক।

লাইফে মেমেন্টো মরি বা আমর ফাতির মত আরেকটা গুরুত্বপুর্ণ জিনিশ হইল, সব সময় নিজেরে জিগানো, এটা কার কাজ?

বেশীরভাগ সমস্যার উৎপত্তি হয় যখন আপনে আরেকজনের কাজ করতে যান, তার কাজে নাক গলান, বুঝাইতে যান।

এবং আপনার কাজে অন্যরে নাক গলানোর সুযোগ করে দেন।

দুইটাই সমস্যার তৈরি করে।

তাই, নিজে মতামত দেন, ঐটাই ঠিক আছে। যদি কনভিন্সড থাকেন আপনে ঠিক, মতামত প্রদানই আপনার জনসেবা মূলক কাজ।

এবং এটাই কার্যকর।

এরই প্রভাব পড়বে মানুষের উপরে।

মুরাদুল ইসলাম