যিনি বা যারা পাঠ্যবই বই লেখবেন, তার ছেলে মেয়ে নাতি নাতনিদের ওই কারিকুলামে শিক্ষা নেয়া বাধ্যতামূলক করতে হবে।

প্রাচীন রোমে নিয়ম ছিল, যারা আর্ক বানাতেন, যেদিন সাহায্য পিলার খোলা হত, ঐদিন বিল্ডিং এর নিচে তাদের দাঁড়িয়ে থাকতে হতো। যাতে কারিগর ঠিকভাবে বানান। কারণ ভুলভাবে বানালে, কাজে গাফিলতি করলে, বিল্ডিং ভেঙে পড়বে। আর প্রথমদিন মারা যাবেন তিনি নিজেই।

খেলায় স্কিন রাখতে হবে।

মুরাদুল ইসলাম