চুরি বিরোধী এই যে নীতিবাগীশ আলাপ শুরু হইতেছে, এটা ভুল।

জ্ঞানের চুরি, ছিনতাই বিকৃতি পরিবর্তনই জ্ঞানের সম্প্রসারণ ও জ্ঞানচর্চা।

কে জ্ঞান কন্ট্রোল করে, ও কে জ্ঞান নির্মাণ করে? বায়োডাইভার্সিটির সংজ্ঞা কারা বের করছে? এর পলিটিক্স কী? এবং এইরকম আর কী কী নতুন জ্ঞান উনারা বের করে রাখছেন ও আমাদের দিচ্ছেন না?

নীতিবাগীশ শিশুরা, পৃথিবীর জ্ঞানে সবার সমান অধিকার, কারণ এই জ্ঞান নির্মিত হইছে আমাদের প্রজাতি পূর্বোপুরুষদের জ্ঞানের উপর ভর করে। শিক্ষার জন্য, নিজের স্বার্থে জ্ঞানের বিস্তারের জন্য জ্ঞানের চুরি ছিনতাই বিকৃতি পরিবর্তন চলবে।

মুরাদুল ইসলাম