পাঠ্যপুস্তকে গুগল ট্রান্সলেট, এআই টুল দিয়া ভাষান্তর করে ঠিকঠাক যদি সংজ্ঞা ইত্যাদি দেয়া যায়, এতে খারাপ কিছু নাই।

সংজ্ঞা তো সংজ্ঞাই। এখানে লেখকের ক্রিয়েটিভিটি দেখানির জায়গা নাই। বরং না দেখানোই ভালো।

আর ওয়েবসাইটের তথ্যসূত্র উল্লেখ করতে হবে বইতে, এই নীতিবাগীশ দাবীটাও ঠিক না। কারণ জানা কথাই সংজ্ঞা লেখকেরা বানান নাই। এই লেখকেরা মূলত সম্পাদক।

আগামীতে তারা আরো বেশি গুগল ট্রান্সলেট, এআই ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করবেন আশা করি, কিন্তু পরে যেন সম্পাদনাও করেন। কারণ মাঝে মাঝে ওইসব টুল ভুল করতে পারে। আমাদের এইসব চাকরেরা কাজ করবে আমাদের জন্য, কিন্তু চোখ তাদের উপর রাখতেই হবে।

মুরাদুল ইসলাম