কিছু লোক ছোট এক বাচ্চা ছেলেরে ব্রেইন ওয়াশ করে বোমা মেরে মানুষ মারতে পাঠাইল। সেই ছেলে ক্ষুদিরাম। এক দূর্ভাগা তরুণ।

ক্ষুদিরাম মা ছাড়া বড় হইছিলেন। তার মায়ের দুই পুত্র মারা যায় আগে। এই পুত্র মারা যাবে এই আশংকায় তিনি তার বোনের কাছে দিয়ে দিয়েছিলেন খুদের বিনিময়ে। এইজন্যই নাম হইছিল ক্ষুদিরাম।

মা ছাড়া বড় হওয়াটা ক্ষুদিরামরে একটু অবুঝ, চঞ্চল ও আবেগী করে তুলছিল ধারণা করি। এইজন্যই তিনি ঐ পথে পা বাড়ান। সহজেই ব্রেইন ওয়াশড হন।

ক্ষুদিরামের বোমায় এক নিরপরাধ ইংরাজ মা ও তার মেয়ে মারা যান। এটাকে কোলাটেরাল ড্যামেজ বলে সমর্থন করলে আপনার সাথে আসাদ দুররানীর কী পার্থক্য?

ক্ষুদিরামেরা শহীদ ও মহাবীর হইলে কাশ্মীরের স্বাধীনতার জন্য সংগ্রাম করা আজাদেরা সন্ত্রাসী হয় কী করে?

মুরাদুল ইসলাম