সোশ্যাল মিডিয়ার এই সময়ে ফাংশনাল ইন্টার প্যাসিভিটি খেয়াল করতে হবে।

আপনার অনেক পুরান বন্ধু আছে ফেসবুক ফ্রেন্ডলিস্টে। অনেকদিন আছে, আপনাদের কোন কথা হয় না, লাইক শেয়ার হয় না। কিন্তু আপনার মনে হয় যে তার সাথে কানেকশন আছে।

নিজে কানেক্ট না কইরাও কানেক্ট হইতে পারার ফিল, আপনার হয়ে যেন কানেকশনের কাজ করে দিচ্ছে অন্য কেউ, এই ইন্টারপ্যাসিভিটি এখন লাইফের অংশ। ফেসবুক না থাকলে আপনারে হয়ত সরাসরি কল করতে হইত। সেটা না করলে মনে হইত যে কানেকশন নাই। কানেক্ট না করে কানেক্টেড থাকার ফিল হইত না।

এটা এক সাইকোলজিক্যাল এস্কেপিজম। নিজে এনগেইজ হবার যে কাজ এবং যেই অভিজ্ঞতার মধ্য দিয়া যাইতে হয়, তা থেকে ব্যক্তিরে দূরে সরাইয়া রাখে, এবং তার প্লেজার পয়েন্ট চেইঞ্জ করে দেয়।

মুরাদুল ইসলাম