আমরা যখন কলেজে প্রথম বছরে, প্রথম ফিজিক্স ক্লাসে গেলাম, স্যার এসেই বোর্ডে আঁকা আঁকি শুরু করলেন। প্রাসের গতি, এইদিকে রকেট যাবে, এত ডিগ্রী, রিলেটিভিটি, সময় সম্প্রসারণ এই সেই।

মাথায় ঢুকবে কি, কী ঘটতেছে, তাই বুঝা গেল না। আর এইদিকে স্যার জানাইয়া দিলেন নিয়ম কীরূপ কড়া। সব টেস্ট পরীক্ষায় পাশ করতেই হবে।

ক্লাস শেষে বন্ধুবান্ধবেরা কোথা থেকে জানি জানলাম স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে। আমরা প্রথম ক্লাসে যে ভয়াবহতা দেখেছি সেই ভয়ে একজনকে ধরে দলেবলে স্যারের কাছে প্রাইভেট পড়ার ব্যবস্থা করলাম।

পরের ক্লাসগুলিতে অবশ্য স্যার নিয়মতান্ত্রিক ভাবেই একটা একটা করে পাঠদান শুরু করেন।

এইটা এক স্ট্র্যাটেজি। আরো অনেক জায়গাতে দেখেছি। নতুন গেলে পুরাতনরা ভড়কে দেবার ট্রাই করবে আপনাকে। অনেক ক্ষেত্রে নির্দোষ, কিন্তু মাঝে মাঝে এর পেছনে কোন স্বার্থ থাকে।

কোথাও নতুন গেলে, চাকরি, ক্লাস ইত্যাদি, মনে রাখতে পারেন, এখানে অনেক কিছুই দেখবেন যা আসলে যতটা জটিল বা ধাঁধার মত মনে হইতেছে, আসলে এমন না।

মুরাদুল ইসলাম