আন্দালুসিয়ার অভিজাত ঘরে জন্ম নেয়া এক তরুণ, স্বাভাবিক আনন্দ উপভোগের জীবন যাপন করছিলেন।

একবার এক অনুষ্ঠানে তিনি মদের গ্লাস হাতে নিছেন, তখন শুনলেন গায়েবী আওয়াজে তারে কেউ বলতেছে, মুহাম্মদ, তোমারে তো এইজন্য আমি বানাই নাই।

তিনি ঐ অনুষ্ঠান ত্যাগ করেন। এক কবরস্থানে গিয়ে ধ্যানে থাকেন কয়েকদিন।

জগতের গোপন সত্য তার কাছে ধরা দেয়। পরবর্তী জীবনে তিনি এক সাধুর জীবন কাটান।

ইবনে আরাবি নামে বিখ্যাত। গ্রেটেস্ট শিক্ষক, ডক্টর ম্যাক্সিমাস যার উপাধী হয়। কবি, দার্শনিক হিশাবে মুসলিম থটে, বিশেষত সূফী ধারার চিন্তায় তিনি বিশাল।

ইবনে আরাবির এই যে আলোকপ্রাপ্তির আগের ক্রাইসিসের গল্প, এটা সব মানুষের ক্ষেত্রে ঘটে। বেশিরভাগেই ধরতে পারে না ডাক। তারা আরো উপভোগে মত্ত হয়। ঐদিকে তারে বলা হইতেছে, তোমারে তো এইজন্য বানাই নাই। সে শুনে না, তার কাজ কী তাও খুঁজে না।

“Someday, somewhere – anywhere, unfailingly, you’ll find yourself, and that, and only that, can be the happiest or bitterest hour of your life.” > Pablo Neruda

মুরাদুল ইসলাম