প্রফেশনাল স্পোর্টস অনেক প্রতিযোগিতামূলক, নৈপুণ্য দেখাইতে প্রতিভা, কঠোর পরিশ্রম, ও সাধনার দরকার হয়। বড় খেলোয়াড়েরা যখন খেলায় নৈপুণ্য দেখান, মানুষ মুগ্ধ হয়, প্রশংসা করে। এই মুগ্ধতা, প্রশংসা খেলোয়াড় অর্জন করেন তার অর্জিত স্কিলের দ্বারা, ঐটাই তার প্রুফ অব ওয়ার্ক।

মানুষের সমাজে প্রুফ অব ওয়ার্ক এর সম্মান সব সময়েই ছিল, এবং এটাই একমাত্র অনেস্ট উপায় সম্মান অর্জনের। এইজন্যই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকারীদের চাইতে যারা নিজে নিজে সম্পদশালী হয়, এদের মানুষ আলাদা সম্মান দেয়।

একটা ভালো শিল্পকর্মরেও মানুষ এই কারণে সম্মান দেয় যে, এখানে শিল্পীর একাগ্রতা, সাধনা, প্রতিভা ও পরিশ্রমের চিহ্ন দেখা যাইতেছে, যার মাধ্যমে ওই চিত্রকর্মটি বিশেষ হয়ে উঠে। এই কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরিকৃত ওয়ান ক্লিকের ছবি যতোই গ্রেট শিল্পীদের মত হোক না কেন, মানুষের দুনিয়ায় শিল্পীর আঁকা ছবির মত কদর পাবে না। এখানে প্রুফ অব ওয়ার্ক নাই। আর ওয়াল্টার বেনজামিন বলবেন ওই আর্টে “অ’রা” নাই।

মুরাদুল ইসলাম