মা বাপের বড় সন্তান হয় অপেক্ষাকৃত বিচক্ষণ, বুদ্ধিমান ও ইমোশনালি স্ট্যাবল, অন্যান্য সন্তানদের চাইতে।

ছোট সন্তানদের মা বাপের মনোযোগ, রিসোর্স ইত্যাদি বিষয়ে তার বড় ভাই বোনের সাথে প্রতিযোগিতায় করতে হয়। এই জায়গায় জিততে তারা বিভিন্ন রিস্কি স্ট্র্যাটেজি অবলম্বনের পথ বেছে নেয়। শিশুকালের এই অবস্থা তাদের মধ্যে সেনসেশন সিকিং এর বৈশিষ্ট্য তৈরি করে। পরবর্তীতে তারা রিস্কি বিহেভিয়ার, ড্রাগ ইত্যাদিতে আসক্ত হয় বেশি।

ফান্ড ম্যানেজারদের ক্ষেত্রে, যারা ভাই বোনদের মধ্যে পরে জন্ম নিছে, দেখা যায় তারা রিস্ক বেশি নেয়, অহেতুক রিস্ক নেয়, লটারি স্টক কিনে বেশি, এবং এদের ফান্ড পারফরমেন্স তুলনামূলক খারাপ হয়।

নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সেইম কথা।

রেফারেন্স >

১। https://www.nber.org/papers/w23393

২। https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=4187098

মুরাদুল ইসলাম