একেশ্বরবাদী ধর্মের লজিক এটা যে, আপনে প্রথমত নিজেরে গড মনে করতে পারবেন না, এবং অন্য মানুষরে গড মনে করতে পারবেন না, বস্তুরেও গড মনে করতে পারবেন না।

একেশ্বরবাদী অদৃশ্য গডরে ধরেন আপনে অবিশ্বাস করলেন। তারপর নিজেরে গড মনে করতে লাগলেন, বা অন্য ব্যক্তি বা বস্তুরে, তখন আপনে খালি গড বদলাইলেন, এক কোম্পানি থেকে গেলেন আরেক কোম্পানিতে।

মুরাদুল ইসলাম