কেউ কাউরে খারাপ বললে অন্যেরা আইসা হাত্তালি দেয়, এটা যারে খারাপ বলা হইছে কেবল তার বিরুদ্ধে না, যে বলতেছে তার বিরুদ্ধেও। কারণ তারা জানে এটা বলার মাধ্যমে সে নিজেই খারাপ হইল বা খারাপ হওয়ার রিস্ক নিলো। প্রায়ই যে বলতেছে সে হাত্তালির পুরা অর্থ বুঝে না। সে মনে করে হাত্তালি মনে হয় শুধুমাত্র ওই ব্যক্তির বিরুদ্ধেই।

যে একটু ভোকাল সমালোচক, তারে অনেক লোকে লাইক দেয়, পিঠ চাপড়ানি দেয়, এটা ব্যক্তিরে পছন্দ থেকে না, বরং সে যে অন্যদের সমালোচনা করতেছে, এই কারণে।

মানুষদের মনের বাসনা অমুকরে সমালোচনা করব, কিন্তু সেই রিস্ক নেই না, কারণ অবধারিত ভাবেই সমালোচনা থেকে সম্পর্ক খারাপ হবে ও ভবিষ্যৎ সুযোগ সম্ভাবনা নষ্ট হবে। সুতরাং, যে ভোকাল সমালোচনা করতেছে তারে উস্কানিমূলক হাত্তালি দিয়া আসি, সে আমাদের লাঠি হইয়া অন্যদের পিটাইতেছে।

মুরাদুল ইসলাম