ধরেন পাশের বাড়িতে বিরানি রান্না হইছে, আপনে সেই বিরানির গন্ধ পাইলেন, এতেই অর্ধেক খাওয়া হয়ে যায় বলে কথিত আছে। এবং এইভাবেই তো রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা জাত হারাইছিলেন, গরুর মাংস রান্নার গন্ধ পাইয়া।

সোশ্যাল মিডিয়ায় যখন আপনি অবস্থান করেন সক্রিয়ভাবে, তখন চউখ বন্ধ রাখতে পারবেন না। ভাইরাল ইস্যুগুলা আসবে, মানুষের আলাপ দেখবেন, অর্থাৎ গন্ধ ঠিকই পাইবেন। আর গন্ধ মানেই অর্ধেক খাওয়া, রাবীন্দ্রিক ইতিহাস সূত্রে।

আমি অবশ্য লিটারেলি খাবারের গন্ধরে অর্ধেক খাওয়া মনে করি না, কারণ তখন কেউ বলবে, তাইলে গুয়ের গন্ধের বেলায় কী হবে?

দুই

প্রতিবেশীর বাসায় বিরানি রান্না হইলে বের হইয়া চিল্লাইয়া বলতে থাইকেন না যে আপনার বিরানি পছন্দ না,এতে তারা বুঝে যেতে পারে আপনার বিরানি পছন্দ৷

মুরাদুল ইসলাম