কিশোর গ্যাং সম্ভবত একটা ভুয়া টার্ম, মিডিয়াগুলা ব্যবহার করে ভিউ পাইতে, নতুন একটা সেনসেশনাল নিউজ তৈরি করতে।

যেকোন এলাকায় এইরকম কোন ক্রাইম সংঘ ফাংশন করতে হলে তার উপরে একটা পাওয়ার হাউজ লাগবে, যারা শেল্টার দিবে। এবং এই ক্রাইম সংঘ ওই বৃহত্তর ক্রাইম সংঘেরই অংশ হিশাবে কাজ করে।

কিশোর গ্যাং লেভেলটা যে ধারণা দিতে চায়, কিছু কিশোরেরা এক জোট হয়ে ক্রাইম করতেছে, নতুন এডভেঞ্চারে, এটা হয় না। তাদের সংঘটিত হওয়া, ক্রাইম করা, অন্তকোন্দল মীমাংসা এসব করেন উপরের সংঘ। এবং মূল ক্রাইম ব্যবসা থাকে উপরের সংঘের, বেশীরভাগ ক্ষেত্রেই মাদক।

মুরাদুল ইসলাম