যেকোন ধরণের ভায়োলেন্স খারাপ, এবং যে কারণ দেখিয়ে ভায়োলেন্সটা হয় তা ভুয়া, এই সারফেইস লেভেলের ভেতরে অন্য কারণ থাকে।

মানুষের মূল কাজ, সোসাইটিতে বাঁচাইতে, ভায়োলেন্সে অংশ না নেয়া, এবং ভায়োলেন্সের বিরুদ্ধে থাকা।

সোশ্যাল সাইকোলজির ডারউইন, জিরার্দের টোটাল আলাপের সারকথা এটা।

তার একটা কথা আছে এইরকম যে, নারীরা এখন যে সোসাইটির পুরুষদের পাওয়ার সার্কলে অংশ নিতে অতি উৎসাহী, এইটাতে তিনি অবাক হন। কারণ নারীরা বেশীরভাগ ক্ষেত্রেই ভায়োলেন্সের মূল এজেন্ট হিশাবে কাজ করে না, এবং এটাই ছিল সমাজে তাদের সুপিরিয়রিটির জায়গা।

মুরাদুল ইসলাম