যারা আপনাকে পছন্দ করে তারা আপনার সম্পর্কে কেউ মিথ্যা ছড়ালে তা বিশ্বাস করবে না। যারা অপরিচিত কিন্তু বুদ্ধিমান তারা কথাটি সত্য না মিথ্যা তা যাচাই করে দেখবে আপনার সম্পর্কে ধারনা তৈরির আগে।

তাহলে মিথ্যার গ্রাহক কারা?

যারা আপনাকে আগেই অপছন্দ করে, ঈর্ষা বশত বা অন্য কোন কারণে। এরা মিথ্যা শুনে সাথে সাথেই বিশ্বাস করবে কারণ তাদের অপছন্দের একটা গ্রাউন্ড তারা পাইল। মিথ্যাটা এরাই উৎসাহের সাথে ছড়াবে আরো। এছাড়া, অন্য অল্পবুদ্ধিরা, যারা জীবনে রিসেন্টিমেন্ট দ্বারা পরিচালিত, আপনারে পছন্দ বা অপছন্দ কিছুই করে না, এদের একাংশ বিশ্বাস করতে পারে যাচাই না করে।

মুরাদুল ইসলাম