১৯৪৩ এর দূর্ভিক্ষে প্রায় ২১ লক্ষ থেকে ৩০…

১৯৪৩ এর দূর্ভিক্ষে প্রায় ২১ লক্ষ থেকে ৩০ লক্ষ লোক মারা যায় বাংলায়।

ইনকুয়ারি কমিশন ১৯৪৫, পরে যে রিপোর্ট দেয়, এতে তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টরে তারা এইসব পয়েন্টে সমালোচনা করে-

১/ তারা দূর্ভক্ষরে দ্রুত অফিশিয়ালি স্বীকার করে নাই। জুলাই ১৯৪৩ পর্যন্ত সিভিল সাপ্লাইজ মন্ত্রী সোহরাওয়ার্দি সাব লন্ডনরে বুঝাইতেছিলেন, দেশে কোন দূর্ভিক্ষ নাই, মজুতদারদের জন্য সমস্যা হচ্ছে।

২/ রিলিফ কার্যক্রমে দেরী করছে।

৩/ সরকার সরবরাহকৃত খাদ্যসামগ্রী ম্যানেজ করতে ব্যর্থ হইছে।

৪/ কলকাতায় খাদ্যসামগ্রী পৌছাইছে, ওইখানেই রইছে বেশীরভাগ, গ্রামাঞ্চলে প্রয়োজন ছিল বেশি, কিন্তু সেইখানে গেছে অল্প।

মুরাদুল ইসলাম