হোয়াট ইজ কালচার ~ 

আপনার জীবনাচারে নাই এমন জিনিশ যখন কালচার তাই পালন করেন বা আলাদা গুরুত্ব দেন, তখন ওইটা আরেক ধর্ম প্রবণতা।

যা জীবনাচারে নাই তা পালন করার কোন বাধ্যবাধকতা নাই মানুষের।

একসময় পূর্বপুরুষেরা মাছ ধরতো, তাই আপনে এখন একদিন জেলে সাজেন, জীবনে কোনদিন মাছ না ধরলেও, এইরকম কালচার পালন অহেতুক। জাতীয়তাবাদী চেতনায় হয়ত দরকারী। কিন্তু আধুনিক মানুষের তা দরকার নাই।

দরকার নাই মানে এই না কেউ করতে পারবে না। করা বা না করার ব্যাপারটা ব্যক্তির অধীন।

আধুনিক মানুষের জন্য ঘর ও ঐতিহাসিক কালচারের প্রয়োজন ফুরাইছে।

মুরাদুল ইসলাম