স্ল্যাভো জিজেক এই গল্প প্রায়ই বলেন তার লেকচারে।…

স্ল্যাভো জিজেক এই গল্প প্রায়ই বলেন তার লেকচারে।

ধরা যাক একজনের বউ আছে। এবং একজন মিস্ট্রেসও আছে। লোকটা প্রতিদিন ভাবে যে যদি তার বউ নাই হয়ে যেত তাহলে দারুণ হত। সে তখন তার মিস্ট্রেসকে নিয়ে নতুন জীবন শুরু করতে পারবে, সুখে থাকবে ইত্যাদি ভাবে।

এখন যদি তার বউ সত্যি সত্যি নাই হয়ে যায় তখন সাইকোএনালিসিস মতে লোকটা তার মিস্ট্রেসকেও হারাবে। সে তখন ওই ভদ্রমহিলার কাছে যাবে এবং বুঝতে পারবে ব্যাপারটা জটিল, সে তারে তো চায় নাই। সে তাকে দূরে থেকেই আকাঙ্খার বস্তু হিসেবে রাখতেই চাইত আসলে।

আমরা যেই জিনিশরে আকাঙ্ক্ষা করি বলে মনে করি, সত্যিকার অর্থে ওইটারে চাই না।

সাইকোএনালিসিসের একটা বড় ইনসাইট হলো এই, মানুষ যে অবজেক্টরে চায় মনে করে আসলে সে ওইটা সত্যিকারার্থে চায় না, বরং সে “চাওয়া"টারেই চায়।

দ্য লাইফ অব ডেভিড গেইল ফিল্মে ডেভিড গেইল বিষয়টারে এইভাবে বলে, It’s not the "it” that you want, it’s the fantasy of “it.”

মুরাদুল ইসলাম