&lsquo সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল&rsquo…

‘সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল’

গীতিকার হুমায়ূন আহমেদের একটা ভালো রূপকধর্মী গান। এখানে জবা ফুল বা নাক ফুল পানিতে ফেলার ভুলটা আসলে, স্বাভাবিক চঞ্চলতার কারণে মেয়েটি অন্য পোলার সাথে কথা বলছে এমন বা তার রূপ সৌন্দর্য দ্বারা অন্যরে আকৃষ্ট করছে। বা ফেইসবুক যুগে ধরেন, মেয়েটি ফেইসবুকে তার সুন্দর ছবি আপলোড দিছে বা স্টোরিতে দিছে বা কোন পোলার সাথে ইনবক্সে হালকা মিষ্টি আলাপ করছে। খারাপ কিছু না হয়ত, কিন্তু নায়কের প্রেমিক মন, সে এটা মানতে পারে না। এটা তার প্রেমঘটিত জেলাসিও বলা যায় বা প্রেমের তীব্রতাও কি নয়? যদিও স্বাভাবিক না মনে হতে পারে, যেমন গালিব এক কবিতায় বলেন, চলো তুমি আমি ওইখানে যাই, যেখানে কেউ নাই, কোন পাড়া পড়শী নাই, এক ঘরে থাকি, যার দরজা জানলাও নাই, আর আমরা অসুস্থ হইলে সেবা করারও কেউ নাই, আর আমরা চলো একসাথে থাকতে থাকতে মইরা যাই একসাথেই!

হুমায়ূন আহমেদের গানে নায়ক বলে “ভুল করা কন্যার লগে কথা বলব না"। এটা অভিমান, তার প্রেমের অভিমান।

তবে গুরুত্বপূর্ণ প্রেমের প্রকাশ হয়, যখন সে বলে "ভুল করা কন্যার লাগি মন আনচান করে” তখন। মানে ভুল করছে মেয়ে সে জানে, কিন্তু তাও তারে ভুলা যায় না। তার জন্য মন করে হায় হায়! এই স্বীকারোক্তিটা, প্রেমিকের অসহায়তার প্রকাশ।

মুরাদুল ইসলাম