সবচাইতে বেশি ভাইরাল হয় সংগৃহীত লেখাগুলা। আপনি কি…

সবচাইতে বেশি ভাইরাল হয় সংগৃহীত লেখাগুলা। আপনি কি মনে করেন যারা প্রথমে লেখাটা পাইছিল, তারা লেখকের নাম দেখে নাই?

দেখছে। তারা লেখাটারে লাইক করছে, হয়ত তাদের মতের লগে মিলছে বা তাদের কোন জাস্টিফিকেশন দিছে, কিন্তু লেখকরে লাইক করে নাই। কারণ লেখক এক ব্যক্তি, তারা এনভি ফিল করে এইখানে। এরে আরও বেশি মানুষের সামনে নিয়া ফ্যান ফলোয়ার বাড়াইতে তারা চায় না।

লেখকেরা মানুষের এনভি থেকে বাঁচতে বইয়ে নাম না দিতে পারেন। এক্ষেত্রে মানুষেরা আরও সহজে বইয়ের আইডিয়াগুলি নিতে পারবে। অন্যথায়, অনেক সময়ই তারা নেয় না এটা ভাইবা যে, অমুক বলছে নিব কেন।

কৃষ্ণ যখন কুন্তীর ছেলেদের পরামর্শ বুদ্ধি দিতেন, তখন তিনি তাদের বন্ধু হইয়া গেছিলেন। এবং সরাসরি কোন পরামর্শ না দিয়ে রিফ্রেম করে দিতেন, যেন মনে হয় এটা তার ভেতর থেকেই আসছে।

মুরাদুল ইসলাম