শিক্ষা প্রতিষ্ঠানে যে এতো নীতিকথা শেখানো হয় ধর্মীয়…

শিক্ষা প্রতিষ্ঠানে যে এতো নীতিকথা শেখানো হয়, ধর্মীয় নীতি থেকে শুরু করে আরও কত ভালো ভালো মহৎ গুণের কথা, মানুষ কি চায় তার সন্তানেরা এগুলি শিখুক?

না, চায় না। তারা বলে তারা চায়, কিন্তু আসলে চায় না।

কারণ সন্তান ন্যায় পরায়ণ হলে বাপ মারেও ছাইড়া কথা বলবে না। ন্যায়ের সামনে বাপ না মা না কে, সেইটা বিবেচ্য হয় না।

মানুষ চায় তার সন্তানেরা নীতিকথার কথা জানুক, কিন্তু এগুলিতে পূর্ণ ঈমান আনুক তা চায় না। নীতিকথা সন্তানদের জানাইতে হয় তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। যাতে, যেইটা বাপ মায়ের নিয়ন্ত্রণ রাখার পক্ষে যায়, বাপ মা সেটা সামনে আনে বা স্মরণ করাইয়া দিতে পারে সন্তানরে।

ফলে সন্তান নীতিবান ও ভালো হবার অছিলায় ওইগুলা মানতে পারে, বা না মানলে তারে খারাপ প্রতিপন্ন করা যাবে।

তো এইরকম অনেক অনেক বাপ মা নিয়াই সমাজ। সমাজের চাপ হইল সম্মিলিত মা বাপদের সম্মিলিত চাপ, সমাজের ভ্যালুর ক্ষেত্রেও একইকথা।

মুরাদুল ইসলাম