শাহানশাহ আগা মুহাম্মদ খানের দুইজন

শাহানশাহ আগা মুহাম্মদ খানের দুইজন দাস বেশ চিল্লাইয়া কথা বলছিল, আগা মুহাম্মদ তাদের মৃত্যুদণ্ড দিলেন।

কিন্তু ঐদিন ছিল ইসলামি এক পবিত্র দিন। তাই হত্যা রহিত করেন। ঠিক হয় পরদিন মৃত্যু দণ্ড কার্যকর হবে। এবং এই একদিন তারা আগের মতোই স্বাভাবিক কাজকর্ম করবে।

ঐদিন রাতে কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মুহাম্মদ খানকে তার দুই দাস খুন করে।

শাহানশাহ আগা যে ভুল করেছিলেন,

১। দাসদের মৃত্যুদণ্ড দেয়ার পর এরা যে তার দাস নয় আর, শত্রু হয়ে গেছে, তা বুঝতে পারেন নি। তাই তাদের মুক্ত রেখেছিলেন।

২। তিনি জীবন মৃত্যু হাতে রাখা, হারানোর কিছু নেই, এমন লোকদের আন্ডার এস্টিমেট করেছিলেন।

৩। বিড়ালকে চারিদিক বন্ধ রেখে আক্রমণ করলে বিড়াল উলটা এটাকিং মুডে চলে যায়। কারণ এ ছাড়া তার আর কোন উপায় নাই। শত্রুকে পালানোর রাস্তা খোলা রেখে আক্রমণ করতে হয়। শাহানশাহ আগা তার দাসদের বাঁচার জন্য আর কোন উপায় রাখেন নি। তিনি ক্ষমা করে দিতে পারতেন বা পালানোর পথ রাখতে পারতেন।

মুরাদুল ইসলাম