যেকোন দূর্যোগে জনপ্রিয় কাজ হইল পাবলিকের মধ্য থেকে…

যেকোন দূর্যোগে জনপ্রিয় কাজ হইল, পাবলিকের মধ্য থেকে দোষী বা হিরো খুঁজে বের করা। হিরো যারা ত্রাণ কার্যে আগাইয়া আসছেন, বা ভালো হয় যদি প্রাণটা দিয়ে দেন, তখন গল্পের আবেগ বাড়ে। আর দোষী, যে ৮০০ টাকা নৌকার ভাড়া ৫০ হাজার চাচ্ছে, ইত্যাদি। এতে প্রকৃত দোষী, সরকারের করাপশন, অব্যবস্থাপনা, সিস্টেমের অথর্বতারে পাশ কাটাইয়া আপনে পাবলিক ও পাবলিকের ক্যারেক্টার নিয়া আলাপ তুলতে পারলেন। এর বয়ান দুইটা, এক, আমরা কত বড় আত্মত্যাগী, আমরা হিরো, জান দিয়া দেশের মানুষ বাঁচাই। বয়ান দুই, কিছু মানুষ কত খবিশ, স্বার্থপর, কুলাঙ্গার, ছি ছি।

মুরাদুল ইসলাম