মোহিতলাল মজুমদার একটা কবিতা

মোহিতলাল মজুমদার একটা কবিতা লেখছিলেন, ‘আলমগীরঃজিন্দাপীর’ নামে।

কবিতায়, বাদশা আলমগীর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আযান হলো। যুদ্ধ রেখে পশ্চিমমুখী হয়ে আলমগীর নামাযে লেগে গেলেন।

সৈন্যরা এটা দেখে বিপুল উৎসাহে আলমগীরঃজিন্দাপীর বলে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে।

সৈয়দ আলী আহসান জানাচ্ছেন, মোহিতলালের এই কবিতা তার কোন গ্রন্থে প্রকাশ পায় নি। সম্ভবত হিন্দু সমাজের সমালোচনার ভয়ে তিনি এটি পরে অস্বীকার করেন। সমাজ সম্পর্কিত লেখায় তিনি নিজেকে মৌলবাদী হিন্দু হিসাবে প্রমাণ করেছিলেন।

এটা পড়তে গিয়ে আমি ভাবলাম একজন লেখকের মন নিয়ে। মোহিতলাল মৌলবাদী হিন্দু ছিলেন সমাজ চিন্তায়, আবার তিনিই আলমগীরের নামায পড়ায় মুগ্ধ হয়ে কবিতা লেখেন।

#পাঠ #জীবনেরশিলান্যাস #মোহিতলাল #আলীআহসান

মুরাদুল ইসলাম