ভূগোলের বন্দী দ্য প্রিজনারস অব জিওগ্রাফি বইতে টিম…

ভূগোলের বন্দী, দ্য প্রিজনারস অব জিওগ্রাফি বইতে টিম মার্শাল সাব লেখছিলেন, যেই ভূমিতে আমরা বসবাস করি সেই ভূমিই তার মাপে আমাদের বানায়, নির্ধারণ কইরা দেয় যুদ্ধ, ক্ষেমতা আর রাজনীতি। বাংলাদেশের সমস্যা এই না যে সমুদ্রে তার সংযোগ নাই, বরং সমুদ্রে তার সংযোগ বেশি এইটাই সমস্যার। বঙ্গোপসাগর থেকে আসা বন্যার পানি নিয়মিত ভাবে নিচা এলাকারে ডুবাইয়া দিতে থাকে।

মুরাদুল ইসলাম