বিউটি এবং ট্রুথ

আমরা বিউটির কথা বলি, সৌন্দর্য। ধরেন কোন সুন্দর মিউজিক বা স্ত্রীলোক। বা কোন সুন্দর পেইন্টিং। কিন্তু তা আমাদের অসত্য বলতেছে, ভুল কথা বলতেছে।

অন্যদিকে একটি সাধারণ জিনিস, আমাদের বলতেছে সত্য। সুন্দরের কাছে এই সাধারণ জিনিস খারাপই দেখাবে। তখন খারাপের মুখ থেকে, সাধারনের মুখ থেকে সত্য গ্রহণের মানসিকতা আমাদের থাকবে কি! আমাদের তো মনে হবে ঐ সুন্দরের মুখ থেকে যা আসে তাই বেশী কনভিন্সিং।

তখন আমরা কী করব? সুন্দর আমাদের প্রভাবিত করে। তার প্রভাবে আমরা যদি অসত্যরে সত্য বলে মেনে নেই, তখন আমাদের কী হবে? অথবা ধরা যাক এই বিষয়ে আমরা সচেতন। আমরা সচেতন যে সৌন্দর্য অসত্য নিয়া হাজির, সত্য আছে ঐ সাধারণ মুখেই। তবুও কি আমরা অসত্য গ্রহণ তথা বিউটির আশ্রয় নেয়া থেকে নিজেদের বাঁচাইয়া রাখতে পারব?

মুরাদুল ইসলাম