বাগানির নৃশংসতা

যারা বাগান করেন, এদের কোমল প্রাণ বা এইরকম বলে জানেন লোকে। কারণ তারা ফুল ফোটান ইত্যাদি। কিন্তু এই বাগান করা লোক অর্থাৎ বাগানির এক নৃশংস দিক আছে। বাগানি তার পছন্দের ফুলের গাছ রাখেন যত্ন করে কিন্তু অন্যান্য গাছ যেগুলা জন্মে সেসব ‘আগাছা’ বলে তিনি দয়ামায়াহীনভাবে উপরে ফেলেন। তথাকথিত এই আগাছা গাছের দাম নাই তার কাছে। এর প্রতি কোন মমতাও তার নাই। তার অশেষ মমতা, দয়ার ফল্গুধারা কেবল প্রবাহীত হয় জনপ্রিয় ফুল উৎপাদনকারী বৃক্ষের প্রতি।

এইসব গাছের উৎপাদিত ফুল দেখে তিনি আনন্দিত হন, বিনোদিত হন। বাগানি তার এই স্বার্থের জন্যই ফুল গাছের যত্ন নেন। বাগানি একজন স্বার্থপর ফুলচাষী। তিনি প্রকৃতিপ্রেমিক নন, বৃক্ষপ্রেমিক নন।

সেপ্টেম্বর ২৩, ২০১৬

মুরাদুল ইসলাম