বঙ্গ বা বাংলা নাম কই থেকে আসল?

বঙ্গ বা বাংলা নাম কই থেকে আসল?

এক, নিচু জমি, পানিতে ডুবে থাকত। সেই থেকে বঙ্গ আইল, বঙ্গাইল ও পরে বাংলা। রাজারা বিরাট আল নির্মান করতেন।

দুই, বোঙ্গা নামে এক দেবতার নাম থেকে, যার উপাসকেরা অস্ট্রেলিয়ার দিক থেকে এসেছিলেন ভারতে।

তিন, বৌধায়ন ধর্মসূত্র খ্রিস্টের জন্মের ২৫০০ বছর আগের। সেখানে বঙ্গ শব্দটি ছিল। খ্রিস্ট পূর্ব সপ্তম শতকে বন লাঙ্গ নামে এক বাঙালী মহাবীর ছিলেন, তাঁর নামানুসারে জন্মস্থানের নাম। তিনি দক্ষিণ ভারতেও একই নামে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।

চার, তুলার নাম ছিল বঙ্গ। এই অঞ্চলে তুলা চাষ হত সম্ভবত, সেখান থেকে।

পাঁচ, মহাভারতে বঙ্গ নামের উল্লেখ আছে। বলীরাজের পুত্রের নাম ছিল বঙ্গ। তবে সেই নাম বঙ্গের মালিক হিশাবে, অর্থাৎ বঙ্গ নাম তার আগে থেকে ছিল।

ছয়, মহাভারত রামায়ণের পূর্বেও বঙ্গ শব্দটি একই অর্থে ব্যবহার হত। প্রায় তিন হাজার বছর পূর্বে রচিত, বুদ্ধের জন্মেরও আগে, ঐতরেয় আরণ্যকে বঙ্গ নাম ছিল।

সাত, নূহ নবীর তিন ছেলে শ্যাম, হামেথ, হ্যাম, পিতার আদেশে তারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। এর মধ্যে হ্যাম দক্ষিণ অঞ্চলে চলে আসেন। হ্যামের ছেলেগুলার মধ্যে একজনের নাম ছিল হিন্দ, উনি যে অঞ্চলে আসেন তার নাম হয় হিন্দুস্থান। তার ছেলেদের মধ্যে একজনের নাম ছিল বাঙ। তিনি যে অঞ্চলে আসেন তার নাম হয় বঙ্গ।

এক স্ট্যাটাসে বঙ্গ, বঙ্গাল, বাংলা নামের ইতিহাস।

এখন, কী বুঝলেন এখান থেকে?

কোনটাই প্রমাণের পথ নাই। নিচু জমি ও আইল, তুলা বা মহাবীর বন লাঙ এর গল্প সেক্যুলার। মহাভারতের গল্প, হিন্দুরাজ্যের। নূহ নবীর পুত্রদের গল্প, যেটা আগে শুনি নাই, আমি পুরান এক বইতে পাইছি, এটা আবার বিবিলিক্যাল, আব্রাহামিক, সেই অর্থের ইসলামের।

মুরাদুল ইসলাম