ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারকে ইউরোপের…

ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কোন ডাক্তার-ইঞ্জিনিয়ারকে ইউরোপের কোন ভদ্রলোকের ডইং রুমে ঢুকতে দেয়া হত না। বুঝলে, আমার নাতি নাতনিদের মধ্যে যারা ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছে তাদেরকে আমার রুমে সাধারণত ঢুকতে দেই না। কারণ ওরা তো অর্ধশিক্ষিত। ওদের সাথে আমার আলাপ করার কিছুই নেই। ৫০ বছর বয়স হওয়ার আগে কোন ডাক্তার নিজেকে ভদ্রলোক বলে দাবী করতে পারে না। কারণ ডাক্তারী পাস করার পর ২০/২৫ বছর আমাদের মত হিউম্যানিটিজ এ পড়া লোকজনের সাথে মেলামেশা না করলে তাঁরা ভদ্রলোক হতে পারে না। অবশ্য ভদ্রলোক হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ ইট টেইকস এট লিস্ট ফোর জেনারেশন্স টু মেইক এ জেন্টলম্যান।

  • সৈয়দ মুজতবা আলী

প্রসঙ্গ অপ্রসঙ্গ, গোলাম মোস্তাকীম।

মুরাদুল ইসলাম