ফকুন্নি তুমি কি জানো মে মাসে 2022 আমেরিকার…

ফকুন্নি তুমি কি জানো মে মাসে (2022) আমেরিকার কংগ্রেসে আন আইডেন্টিফায়েড এরিয়েল ফেনোমেনা বা আগে যার নাম ছিল আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, নিয়া ৫০ বছর পরে হিয়ারিং হইছে?

ফকুন্নি বলল, এগুলা কী?

ফকুন্নি, এগুলা হচ্ছে উড়ন্ত বস্তু। চাকতির মত বা অন্য কোন আকৃতি। মাঝে মাঝে মানুষেরা দেখেন আকাশে। ইউএস মিলিটারির লোকেরা, নেভির লোকেরা, এয়ারফোর্সের লোকেরাও দেখছেন বলে জানান। এরা নাকি আমেরিকান প্রযুক্তির চাইতেও অত্যাধুনিক, এবং এরো ডায়নামিক্সের সূত্র উপেক্ষা করে উড়ে যায়।

ফকুন্নি বলল, স্যার এইগুলা ভুল স্যার। আপনি পিছিয়ে পড়ে থাকবেন, বিজ্ঞানকে থামাতে পারবেন না।

ফকুন্নি, ভুল না শুদ্ধ, তা দেখতেই তো হিয়ারিং হইল। এবং ইউটিউবে ও নানা জায়গার যে ডিবাংকিং ভিড্যু, এগুলারে আমলে নেয়া হয় নাই। প্রথম কথা, এইসব উড়ন্ত বস্তু দেখা যে হিউম্যান এরর বা মানুষের ভুল কল্পনা না, তা মানা হইছে। কারণ কেবলই মানুষের কষ্ট কল্পনা বা হ্যালোসিনেশন হইলে তা নিয়ে হিয়ারিং এর কী দরকার?

ফকুন্নি বলল, তাহলে কী এলিয়েন আছে?

ফক্কুন্নি বুঝার চেষ্টা করো, ড্রেক ইকুয়েশনের কথা ভাবো। মানে প্রায় ৪০০ বিলিয়ন স্টার থাকলে, একটা গুড সিভিলাইজেশন থাকবে না? ফলে আমরা আশা করতেই পারি যে উনারা এসেছেন বা আসবেন। দ্বিতীয় কথা, যে ব্যাখ্যা এখন দেয়া হয়, অন্য দেশের মেশিন গুলা, যেমন রাশা বা চায়না, তা অবাস্তব। বা আমেরিকারই গোপন কোন প্রজেক্টের মেশিন। তা হইলেও, হিয়ারিং এর কী দরকার ছিল? হিয়ারিং এ এই আইডিয়ারে নাকচ করা হইছে। এবং ফকুন্নি, তুমি যদি খেয়াল করো, তাইলে দেখবা, আমেরিকার কিছু টপ কর্মকর্তা বিশ্বাস করে দুনিয়াতে এলিয়েনের ভ্রমণ হইছে বা হয়।

ফকুন্নি বলল, আপনি কিন্তু সাইন্সের কথা বলতেছেন না। এগুলা কন্সপিরেসি তত্ত্ব।

না ফকুন্নি, আমি সম্ভাবনাগুলারে বলতেছি। আমাদের তো সম্ভাব্যতায় কথা বলতে হবে। ঠিক কি না? এলিয়েনের বিরুদ্ধে পয়েন্ট হইল, এলিয়েনের উড়ন্ত বস্তু দেখার ঘটনা এখনো অনেক কম। বা এলিয়েনে বিশ্বাস করলে আপনার ধর্মীয় মিরাকলেও বিশ্বাস করতে হবে বা এর জায়গা রাখতে হবে। তুমি ফজলি আম মানবা আর ল্যাংড়া আম মানবা না, এটা হয় না। আরেক লজিক হচ্ছে, যে লজিকে এলিয়েন আছে বলা হয় এটা ভালো লজিক না। শার্লক হোমস যেভাবে করত, প্রথমে সম্ভাব্যতাগুলারে লিস্ট করবেন, এরপর অসম্ভবগুলারে বাদ দিবেন, এরপর যা থাকবে তাই ঘটনা। এইটা উপন্যাসে কাজ করে, কিন্তু বাস্তবতায় যেখানে সম্ভাব্যতা অনেক, সেখানে অকার্যকর।

ফকুন্নি বলল, কী! আপনি শার্লক হোমসকে বলছেন অকার্যকর, আপনি সাইন্স বুঝেন না স্যার, আপনি পিছেই পড়ে থাকবেন। আর এলিয়েন থাকলে তারা এভাবে লুকাইয়া আসবে কেন, এত কম কেন, তারা দেখা দেয় না কেন? যে ভিড্যুগুলা মিলে, ছবি মিলে, এগুলা কেন ক্লিয়ার না?

ফকুন্নি, তোমার যুক্তি এলিয়েনের পক্ষেও যায়। এভিডেন্স যেগুলা ভালো, এগুলা হয়ত এখনো প্রকাশ করা হয় নি, ক্লাসিফায়েড তাই। বা, এত কম কেন দেখা যায়? এটা এলিয়েনের পক্ষে যায়, কারণ যদি অন্য কোন প্রাকৃতিক ব্যাপার হইত, তাইলে নিরাপত্তা সেন্সরে আরও বেশি ধরা পড়ত, আরও ক্লিয়ার থাকত। রহস্যজনক সাইটিংস হইত না। ঠিক কি না?

ফকুন্নি বলল, যাই বলেন স্যার, বিশ্বাস করলাম না। নাসার ছবি না দেখলে বিশ্বাস করব না।

আহা, বিশ্বাসের কথা না তো ফকুন্নি। ঘটনা নিয়া র‍্যাশনাল আলাপের চেষ্টা। টাইলার কোয়েন এই কংগ্রেসের হিয়ারিং এর পর একটা অপিনিয়ন পিস লেখছিলেন, সেইখানে এইরকমই লজিক ছিল। মানে, ঘটনাটা নিয়া র‍্যাশনাল একটা বুঝার চেষ্টা, বুঝো নাই? আর নাসা তো ছবি দেখানি শুরুই করেছে। ধরে নেও সামনে যে বড় ফ্যাক্ট দিবে তোমাদের তা হজম করাইতে তৈরি করতেছে। এলিয়েন ধুম করে চলে আসছে, এর সাইকোলজিক্যাল প্যানিক এটাক কীরকম হতে পারে ভাবো? এর আগে তোমাদের মানসপটে যদি ৪০০ বিলিয়ন স্টারের কথা, আলো, গতি, ইত্যাদি ইত্যাদি দেয়া যায়, ভিজুয়াল ইমেজারি দেয়া যায়, তাইলে তো তোমরা অল্প তৈরি হইলা, ঠিক কি না?

ফকুন্নি বলল, যত যাই বলেন, আপনি কিন্তু পিছাইয়া থাকবেন। আমরা চ্যালচ্যালাইয়া আগাইয়া যাব, এবং এটাই সাইন্স।

মুরাদুল ইসলাম