পরিবার বিষয়ক

ইন্টারেস্টিং আর্টিকেল। লেখক এইখানে ডেটার উপরে ভর করে বলছেন যে, জামাই বউয়ের পোলা সন্তান হইলে তাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা কমে যায়। জামাই চায় যে পোলা হউক। পোলা হইলে সে বেশী কো অপারেটিভ হয়, বেশী সময় দিতে থাকে ফ্যামিলিতে। পোলার সাথে সে নিজেরে বেশী রিলেট করতে পারে।

এছাড়া, বাপ ছাড়া ফ্যামিলির পোলারা মানুষ হয় না, আবার ফ্যামিলির মাইয়ারা মানুষ হওয়া না হওয়ার ক্ষেত্রে বাপের ভূমিকা অত গুরুত্বপূর্ন না। ফলে পোলা হইলে বউয়েরাও চায় না ডিভোর্স, কারণ তার এই ভয় থাকে বাপ ছাড়া পোলা অমানুষ হইয়া উঠতে পারে।

আবার ফ্যামিলিতে পোলা থাকলে বাপেরা পোলাদের শিখাইতে গিয়া ভালো বিহেভ করে। এইভাবে তার বউয়ের সাথেও সে ভালো বিহেভ করতে থাকে এবং ইনডাইরেক্টলী এইটা বিয়া ঠিকাইয়া রাখতে হেল্প করে।

ডেটার উপর ভিত্তি করে এইগুলা লেখকের ইন্টারপ্রিটেশন। আমেরিকান ডেটা অবশ্য। ফলে সব দেশের ফ্যামিলির জন্য প্রযোজ্য হবে বলে মনে হয় না।

মুরাদুল ইসলাম