জুন ১৯০২। গণিতজ্ঞ গটলভ ফ্রেজের সারা জীবনের কর্মের…

জুন ১৯০২। গণিতজ্ঞ গটলভ ফ্রেজের সারা জীবনের কর্মের দ্বিতীয় খন্ড কাজ শেষ। প্রকাশ হবার অপেক্ষায়। তখন তিনি একজন তরুণ দার্শনিক ব্রার্টান্ড রাসেলের চিঠি পেলেন। রাসেল তার কাজের প্রশংসা করলেন এবং জানালেন তার কাজে এক ত্রুটি আছে। তিনি সে ত্রুটি ব্যাখ্যা করলেন চিঠিতে।

গটলভ ফ্রেজ তরুণ দার্শনিকের প্রতি রাগান্বিত হলেন না। তিনি দেখলেন আসলেই এটি একটি বড় ত্রুটি। যার জন্য তার সমস্ত কাজের ভিত্তি নড়ে যায়।

ফ্রেজ তার প্রকাশিতব্য বইয়ের নির্ঘন্টে যোগ করলেন এই ত্রুটি বিষয়ক এক অংশ। এবং এটাও লিখে দিলেন যে এই ত্রুটি তাকে ধরিয়ে দিয়েছেন মিস্টার ব্রার্টান্ড রাসেল।

কয়েক দশক পরে রাসেল লিখেন,

‘As I think about acts of integrity and grace, I realize that there is nothing in my knowledge to compare with Frege’s dedication to the truth.’

মুরাদুল ইসলাম