জ্ঞান ও প্রযুক্তি তোমার নিয়ন্ত্রণে থাকলেই খুশি হও।…

জ্ঞান ও প্রযুক্তি তোমার নিয়ন্ত্রণে থাকলেই খুশি হও। ধরো তুমি তলুয়ার যোদ্ধা। তলুয়ারও এক প্রযুক্তি। তোমার প্রতিদ্বন্ধী আবিষ্কার করে ফেলল বন্দুক। এতে তোমার আনন্দে নাচার কিছু নাই। কারণ তার বন্দুক আবিষ্কারের সাথে সাথে তুমি তোমার স্বাধীনতা হারাইলা। এখন তার শর্তে তোমারে চলতে হবে, তার কাছে নতি স্বীকার করতে হবে।

ইংল্যান্ডের শিল্প বিপ্লব, বাষ্পীয় এঞ্জিন, সূতা তৈরির প্রযুক্তি তোমার দেশের সমৃদ্ধ মসলিন তথা পোশাক শিল্প একবার ধ্বসাইয়া দিয়া গেছে।

মুরাদুল ইসলাম