জাস্টিস বা ন্যায়বিচার দরকার সমাজের সিভিলাইজড হবার জন্য।…

জাস্টিস বা ন্যায়বিচার দরকার সমাজের সিভিলাইজড হবার জন্য।

প্রতিশোধ প্রিমিটিভ। সভ্য হবার আগের দশা।

জাস্টিসরে প্রতিশোধে নামাইয়া আনা হচ্ছে অসভ্য হওয়া।

সেই ১১৯৪ বিসিতে, হোমারের কাব্য ইলিয়াড ডিল করছে সভ্য হয়ে উঠার এই প্রসেস, প্রতিশোধ প্রবণতা থেকে জাস্টিসে আসার প্রকৃয়া নিয়ে। এই ফিলসফিক্যাল রূপান্তর মানবজাতির ও সভ্যতার একটা মূল পয়েন্ট।

হেক্টররে মাইরা বীর একিলিস যখন ঘোড়ায় বাইন্ধা গড়াইয়া নেয়, সেটা তার বন্ধু পেট্রোক্লাসরে হত্যার প্রতিশোধের তাড়নায়। আর হেক্টরের বাপ রাজা প্রিয়াম রাতে যখন পোলার লাশ নিতে আসেন হেক্টরের কাছে, তার চোখের দিকে তাকাইয়া একিলিস নিজের বাপের ছায়া দেখে, সে তার ভুল বুঝতে পারে। সে প্রিয়ামরে সম্মান করে, উঠাইয়া নিয়া বসায়।

হেক্টরের লাশ ধোয়াইয়া ফিরাইয়া দেয়, প্রিয়ামের সমব্যথী হয়। ১১ দিনের যুদ্ধ বিরতি দেয় হেক্টরের সম্মানজনক শেষকৃত্য অনুষ্ঠানের জন্য। এমনকি প্রিয়ামরে তার সাথে খাইতে বলে, ঐ জায়গায় বসাইয়া যেখানে তার প্রিয় বন্ধু পেট্রক্লাস বসতো।

তখন পুরা জিনিসটা আর প্রতিশোধ থাকে না।

যেই কাব্যের শুরু একিলিসের ক্রোধের বর্ননায়,সেই মহাকাব্য হোমার শেষ করেন হেক্টরের শেষকৃত্য দিয়া। এইভাবেই প্রতিষ্ঠিত হয় ন্যায়।

মুরাদুল ইসলাম