কাবা ঘরে ছাদ ছিল না। ৬০৮ সালে আবিসিনীয়…

কাবা ঘরে ছাদ ছিল না। ৬০৮ সালে আবিসিনীয় বিদ্ধস্ত এক জাহাজের জিনিসপত্র আর খ্রিস্টান রাজমিস্ত্রী বাকূমের দ্বারা ছাদ সহ পূনঃনির্মান হয়।

অভ্যন্তরে নবীদের নাম,ছবি,ফেরেশতা,গাছের চিত্র অংকিত ছিল।

তখন প্রথম কাবা গৃহে কাঠের ব্যবহার হয়।

৬৮৩ তে ইয়াজিদ মক্কা অবরোধ করেন। কাবা গৃহে আগুন লেগে তখন ভস্মীভুত হয়। তখন কৃষ্ণ পাথর আগুনে তিন খন্ডে বিভক্ত হয়ে যায়।

৬৮৪ তে ইবনে যুবায়ের কাবা ঘর পুননির্মান করেন। কৃষ্ণ পাথর রুপা দ্বারা জোড়া লাগান।

৬৮৫ সালের মাঝামাঝিতে নির্মান কাজ শেষ হয়। শেষখবর পাওয়া পর্যন্ত কারিগর ছিল পারসিক।

  • বই আরব স্থাপত্য, লেখকের নাম ভুলে গেছি।

মুরাদুল ইসলাম