কোন লোক একটা খারাপ কাজ করছে এবং এরপরে…

কোন লোক একটা খারাপ কাজ করছে, এবং এরপরে আপনার কাছে আইসা বলল, ভাই আমি এই এই করছি, আমারে উপদেশ দেন।

আপনি ভাববেন, লোকটা বোধহয় সত্যি আপনার উপদেশ চাইতেছে কারণ সে জানে আপনি তার ক্যারেক্টার সম্পর্কে ইনসাইট রাখেন, বা সাইকোলজি বুঝেন। কিন্তু আপনে এটাও জানেন, সে হয়ত আপনার উপদেশ শুনবে না, নিজের মত কাজ করবে। তারে শোনানোর মত পাওয়ার আপনার নাই।

অন্যদিকে সে মনে করবে, আপনার কাছে এই ক্ষমতা আছে তারে জাজ করার। সে আপনার কাছে আসছে কারণ আপনি একটু ভালোভাবে জাজ করবেন। কিন্তু, সে জানে আপনারে সে বোকা বানাইতেছে, তার গল্প আপনারে বিশ্বাস করাইতেছে, যেই গল্পের অনেকটা সে বলে নাই।

দুই পার্টির এই মিসম্যাচের কারণে এটা কখনোই উপদেশ দেয়া নেয়ার বিষয় না।

আসল ব্যাপার এইখানে, সে আপনারে মনে করে এমন ব্যক্তি, যার উপর সে তার কৃত খারাপ কাজের অপরাধবোধ ঢাইলা দিতে পারবে।

এবং সে আপনারে এইরকম মনে করতেছে, মানে অন্যরাও আপনারে এটা মনে করতেছে।

ধরেন আপনে রাস্তায় বের হইলেন। রাস্তার এক ধান্দাবাজ আইসা বলল, ভাই চলেন একশো টাকা বাজিতে এক গেইম খেলি।

এখন আপনার কী করা উচিত?

পারলে, তারে একশো টাকা দিয়ে দেয়া উচিত।

দান নয়, এটা তার ফী। সে আপনারে গুরুত্বপূর্ণ একটা ইনসাইট দিছে। সে আপনার মধ্যে যে জিনিশটা দেখতেছে, অন্যরাও সেটা দেখতেছে। এই দূর্বলতা যে দেখাইয়া দিল সে, এর জন্য তারে আপনে ফী দিবেন।

মুরাদুল ইসলাম