কিছুদিন পর পর নতুন এনোনিমাস এপ ভাইরাল হয়।…

কিছুদিন পর পর নতুন এনোনিমাস এপ ভাইরাল হয়। এগুলা স্থায়ী হয় না। অনেকগুলা ভালো ইনভেস্টমেন্ট পাইয়াও টিকতে পারে নাই। কারণ, মানুষ গালাগালি, বুলিং এ ব্যবহার করে।

মানুষের কমিউনিকেশন এমন কেন হবে যে, একটা আলাপের জন্য তারে এনোনিমাস এপে যাইতে হয়। এই যে যাইতে হয়, এটা মানব সম্পর্কের একটা সমস্যার জায়গা। তাদের মধ্যে আস্থা বিশ্বাসের জন্ম হয় নাই।

যারা ইউজ করেন তারা ভাবেন, অন্যরা আসলে সত্যি কী ভাবতেছে তাদের নিয়া, তা জানবেন। কিন্তু ঘটনা, ওই ভাবনা মূল্যহীন। মূল্য কিছু থেকে থাকলে আছে যার পরিচয় আছে এমন কারো ভাবনার। যার পরিচয় নাই, সে তো অনস্তিত্ব, তার ক্রেডিবিলিটি নাই, সাহস নাই, আপনারে সৎ মতামত বা গুড ফিডব্যাক দেবার দায়ও তার নাই।

মুরাদুল ইসলাম